৳ ৩৫০ ৳ ২৯৮
|
১৫% ছাড়
|
Quantity |
|
৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়; ১০০০+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৫০০+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER
১০% নিশ্চিত ছাড় এবং ডেলিভারি একদম ফ্রি !! মাত্র ১০০০ বা তার বেশি টাকার পাঠ্যবই ও অনুশীলনমূলক বই -এর জন্য প্রযোজ্য। কুপন কোড: ACADEMIC ব্যবহার করলেই
একাডেমিক বইয়ে প্রতি ১০০০ টাকার অর্ডারে একটি করে খাতা ফ্রি ও ডেলিভারি ফ্রি। কুপন কোড: KHATA
সমকালীন বাংলা সাহিত্য ও সংস্কৃতির এক বিরল ব্যক্তিত্ব অন্নদাশঙ্কর রায়। পরম কল্যাণবােধ ও বিশিষ্ট এক সমগ্রদৃষ্টিতে তিনি বিচার করেন জীবনবাস্তবতা এবং সে-কারণে সক্ষম হয়েছেন। অনেক সারসত্য উচ্চারণে। তাঁর সেই জীবনােপলব্ধি বাঙালির চলার পথের পাথেয় হয়ে উঠেছে, ফিরে ফিরে সেই বােধের আশ্রয় বাঙালিকে নিতে হয়েছে। বাংলাদেশের সঙ্গে অনুনদাশঙ্কর রায়ের যােগ মানসিক ও আত্মিক। সত্য ও সুন্দরের জীবনচর্যায় বাংলাদেশের ভূমিকা তিনি অবলােকন করছেন। দীর্ঘদিন থেকে এবং তাঁর রচনায় সেই উপলব্ধির ঝঙ্কার বারবার বেজে উঠেছে। সেইসব রচনাসম্ভারের নির্বাচিত অংশ এখানে পেশ করা হলাে পাঠকদের উদ্দেশে এবং লেখক এই গ্রন্থের নামকরণ করেছেন। আমার ভালােবাসার দেশযা কেবল তাঁর পরম মমতার পরিচায়ক নয়, প্রবল আস্থারও পরিপ্রকাশক। বাংলাদেশের পাঠকসম্প্রদায়ের উদ্দেশে নিবেদিত এই গ্রন্থের জন্য বিশেষভাবে রচিত ভূমিকা হয়ে উঠেছে জীবনসায়াহেনে উপনীত লেখকের পরম উপলব্ধি ও আশীর্বাণী-যা আলােকিত করবে আমাদের আগামীর অভিযাত্রা।
Title | : | আমার ভালোবাসার দেশ |
Author | : | অন্নদাশঙ্কর রায় |
Publisher | : | সাহিত্য প্রকাশ |
ISBN | : | 9847012402245 |
Edition | : | 2015 |
Number of Pages | : | 191 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
অন্নদাশঙ্কর রায় (মার্চ ১৫, ১৯০৪ - অক্টোবর ২৮, ২০০২), একজন স্বনামধন্য বাঙালি কবি ও লেখক। ভারতের উড়িষ্যা জেলার তার জন্ম। তিনি একজন বিখ্যাত ছড়াকারও। অন্নদাশঙ্করের জন্ম হয় ব্রিটিশ ভারতে বর্তমান উড়িষ্যার ঢেঙ্কানলে । তাঁর পিতা ছিলেন ঢেঙ্কানল রাজস্টেটের কর্মী নিমাইচরণ রায় এবং তাঁর মাতা ছিলেন কটকের প্রসিদ্ধ পালিত বংশের কন্যা হেমনলিনী । ছোটবেলায় ঢেঙ্কানলে তাঁর শিক্ষাজীবন শুরু হয় । ১৯২১ খ্রিস্টাব্দে পাটনা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ম্যাট্রিক পাশ করেন । এরপর সংবাদপত্রের সম্পাদনা শিখতে কলকাতা বসুমতী পত্রিকার সম্পাদক হেমেন্দ্রপ্রসাদ ঘোষের কাছে যান । তিনি শর্টহ্যান্ড, টাইপরাইটিং এবং প্রুফরিডিং-ও শেখেন । কিন্তু এই কাজ তাঁর ভালো লাগেনি । এরপর তিনি কটকের র্যাভেনশ কলেজ থেকে আই.এ পরীক্ষা দেন এবং তাতে পাটনা বিশ্ববিদ্যালয়ে প্রথম স্থান অধিকার করেন । ১৯২৫ খ্রিস্টাব্দে বি.এ পরীক্ষাতেও তিনি পাটনা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে প্রথম স্থানাধিকারী হন । ১৯২৭ খ্রিস্টাব্দে এম.এ পড়তে পড়তে আই.সি.এস পরীক্ষায় তিনি দ্বিতীয়বারে পূর্ববর্তী রেকর্ড ভেঙে প্রথম স্থান অধিকার করেন । তিনিই প্রথম ভারতীয় হিসেবে এ গৌরব লাভ করেন। সেই বছরেই তিনি সরকারি খরচে আই.সি.এস হতে ইংল্যান্ড যান । সেখানে তিনি দুই বছর ছিলেন । এই সময়ে তাঁর ধারাবাহিক ভ্রমণ কাহিনী পথে প্রবাসে বিচিত্রায় প্রকাশিত হয় । ১৯৩০ খ্রিস্টাব্দে মার্কিন কন্যা অ্যালিস ভার্জিনিয়া অনফোর্ডকে বিবাহ করে তিনি তাঁর নাম দেন লীলা রায় । লীলা রায় বহু বই বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করেছেন । অন্নদাশঙ্করের অনেক লেখা লীলাময় ছদ্মনামে প্রকাশিত হয়েছিল । ১৯৩৬ খ্রিস্টাব্দে তিনি প্রথম নদীয়া জেলার ম্যাজিস্ট্রেট হিসাবে কাজে যোগ দেন । তিনি বছর এই পদে থেকে বিভিন্ন জেলায় কাজ করে কুমিল্লা জেলায় জজ হিসাবে নিযুক্ত হন । ১৯৪০ খ্রিস্টাব্দ থেকে ১৯৪৯ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি সরকারী কাজে নিযুক্ত থেকে ১৯৫০ খ্রিস্টাব্দে তিনি পশ্চিমবঙ্গের বিচার বিভাগের সেক্রেটারি হন । ১৯৫১ খ্রিস্টাব্দে তিনি স্বেচ্ছায় সরকারী চাকরি থেকে অবসর নেন । ২৮ অক্টোবর , ২০০২ সালে তিনি মৃত্যুবরণ করেন।
If you found any incorrect information please report us